মহিলারা পাবেন 10 হাজার টাকা। জন্মদিনে বিশেষ উপহার  মোদিজীর

কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার উভয়ই সাধারণ জনগণের সেবায় প্রতিনিয়ত নানারকম প্রকল্পের মাধ্যমে জনগণকে খুশি করে আসছে। এরই মধ্যে আবারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ...

মহিলারা পাবেন 10 হাজার টাকা। জন্মদিনে বিশেষ উপহার  মোদিজীর
Published On:

কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার উভয়ই সাধারণ জনগণের সেবায় প্রতিনিয়ত নানারকম প্রকল্পের মাধ্যমে জনগণকে খুশি করে আসছে। এরই মধ্যে আবারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জন্মদিনে দেশের সাধারণ নাগরিকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য একটি নতুন প্রকল্প নিয়ে চলে এলেন। যার নাম দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী সুভদ্রা যোজনা‘। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সুভদ্রা যোজনা সুবিধা পাবেন শুধুমাত্র দেশের মহিলারাই।

এই প্রকল্পের অধীনে দেশের প্রায় 1 কোটি মানুষকে সুবিধা দেওয়া হবে। আমরা এই প্রতিবেদনে আলোচনা করব, কি এই প্রধানমন্ত্রী সুভদ্রা যোজনা ? কি কি সুবিধা পাওয়া যাবে এই যোজনার মাধ্যমে? কারা কারা এই যোজনায় আবেদন জানাতে পারবে? কিভাবে আবেদন জানাতে হবে ইত্যাদি সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে। তাহলে আপনি যদি একজন সাধারণ ভারতীয় মহিলা নাগরিক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং, দেরি না করে এই প্রতিবেদনটি একদম সম্পূর্ণটা দেখে নিন।

সুভদ্রা যোজনা – প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার দেশের মহিলাদের জন্য :

এই সুভদ্রা যোজনার অধীনে দেশের যোগ্য মহিলা নাগরিকদের 5000 টাকা করে বছরে দুবার অর্থাৎ মোট 10 হাজার টাকা দেওয়া হবে। যতদূর জানা গেছে কেন্দ্রীয় সরকার সাধারণ জনগণের জন্য এই প্রকল্পটি 2024-25 কাল থেকে একদম 2028-29 সাল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অতএব এখানে যোগ্য বিবেচিত মহিলারা মোট এই 5 বছরের সময়ে 50 হাজার টাকা পেয়ে যাবে। অপরদিকে এই প্রকল্পের অধীনে আবার মহিলাদেরও ডেবিট কার্ড করে দেওয়া হবে। এখানে আবার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি এলাকায় সবচেয়ে বেশি ডিজিটালই লেনদেন করা 100 জন মহিলাকে আবার অতিরিক্ত 500 টাকার সুবিধাও দেওয়া হবে।

কারা কারা এই যোজনার মাধ্যমে সুবিধা গুলি পাবেন :

1.এই যোজনা সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী মহিলার বয়স হতে হবে 21 থেকে 60 বছরের মধ্যে।

  1. এছাড়া আবেদনকারীকে ওড়িশা রাজ্যের স্থানীয় বাসিন্দা হতে হবে।

কিভাবে আবেদন করতে হবে এই সুভদ্রা যোজনায় :

কেন্দ্র সরকারের এই সুভদ্র যোজনা তে মূলত অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে সমস্ত মহিলাদের । এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাকে নিজের যোগ্যতা দেখে নিতে হবে। তার জন্যই আপনাদের নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ব্লক অফিস কিংবা যেকোনো সরকারি জনসেবা কেন্দ্র থেকে এই প্রকল্পের আবেদন ফরম নিয়ে নিতে হবে। তারপর সেই ফর্মটিকে সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে দিতে হবে। পূরণ হয়ে গেলে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলোকে এর সাথে জমা করে দিতে হবে। জমা হয়ে যাওয়ার পরই আপনি এই প্রকল্পের সুবিধা পেতে আরম্ভ করবেন কিছুটা সময় পর থেকে।

কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না :

ওড়িশা রাজ্যের যে সমস্ত মহিলারা সরকারি কর্মচারী, ইনকাম ট্যাক্স পে করছেন, অথবা ইতিমধ্যেই অন্য কোন সরকারি ক্রিমের মাধ্যমে ন্যূনতম মাসিক 1500 টাকা করে পাচ্ছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

Narendra Modi, Scheme

Leave a Comment