xiaomi 15 ultra: বিশেষ ধরনের ক্যামেরার সঙ্গে বাজারে আসছে শাওমি 15 আল্ট্রা

xiaomi 15 ultra: এখন বর্তমান ভারতে যে সমস্ত স্মার্ট ফোনগুলি কম দামে ভালো ফোন জনগণকে দিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি কোম্পানি হল xiaomi। যেটি হলো ...

xiaomi 15 ultra: বিশেষ ধরনের ক্যামেরার সঙ্গে বাজারে আসছে শাওমি 15 আল্ট্রা
Published On:

xiaomi 15 ultra: এখন বর্তমান ভারতে যে সমস্ত স্মার্ট ফোনগুলি কম দামে ভালো ফোন জনগণকে দিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি কোম্পানি হল xiaomi। যেটি হলো একটি চাইনিজ কোম্পানি। এই কোম্পানিটি গত অক্টোবর মাসের শেষ সপ্তাহ নাগাদ চায়নাতে লঞ্চ করে দিয়েছে শাওমি ফোনের 15 সিরিজ।

যেই সিরিজে থাকছে দুটি ফোন, সেই দুটি ফোন হল Xiaomi 15 and Xiaomi 15 Pro । এই দুটি সেই যেহেতু আগেই লঞ্চ হয়ে গেছে, এবার তাহলে লঞ্চ আর পালা শাওমি 15 সিরিজের আল্ট্রা মডেলের। কবে এই ফোনটি ভারতের বাজারে আসতে চলেছে। কি কি বিশেষ ফিচারস থাকছে এই ফোনটিতে, কত দাম হতে পারে এই ফোনটি ইত্যাদি সমস্ত বিষয় আমরা এই প্রতিবেদনে সুন্দরভাবে আলোচনা করেছি। তাহলে দেরি না করে অবশ্যই দেখে নিন এবার প্রতিবেদনটি বিস্তারিত ভাবে।

কি কি ফিচার থাকবে এই শাওমি 15 সিরিজে

এই ফোনের ফিচারস্ সম্পর্কে জানতে গিয়ে শাওমি কোম্পানির অফিসিয়াল ব্লগে জানা গেছে যে, শাওমি 15 সিরিজের যে প্র মডেলটি আছে, সেই স্মার্ট ফোনটিতে থাকছে 23mm ফোকাল লেন্থ ও f/1.6 অ্যাপারচার থাকছে । এছাড়াও দেখা যাবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ক্যামেরা। পূর্ববর্তী যেসব সিরিজের ফোন শাওমি লঞ্চ করেছিল তার মধ্যে এই নতুন 15 সিরিজে শাওমি তার ফোকাল লেন্থ বাড়ানোর চেষ্টা করছে। এবার কম আলোতেও খুব সুন্দর ছবি তুলতে পারা যাবে এই নতুন সিরিজের ফোনটিতে। আর থাকছে নতুন ধরনের আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের কাস্টমার হার্ডওয়ার সাপোর্ট। যদিও হার্ডওয়্যার মডিউলের কাজ সম্পর্কে এখন পর্যন্ত সঠিক তথ্য স্পষ্ট হয়নি, ধোয়াসের মধ্যে রয়েছে ব্যাপারটা এখন পর্যন্ত।

রাতারাত হঠাৎই পাল্টে গেল UPI লেনদেনের সমস্ত নিয়ম। কোনো ক্ষতি হবে না তো এতে

আর যে আল্ট্রা মডেলটি থাকছে সেখানে পাবে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলি ফটো লেন্স ক্যামেরা। যাতে রাত্রেবেলা 4.3 গুণ পর্যন্ত অপটিক্যালিজম করে ছবি তোলা যাবে। এছাড়াও এই ফোনটিতে থাকবে 100mm ফোকাল লেন্থ ও f/2.6 আপারচার । এছাড়াও টিপস্টার এর তথ্য অনুযায়ী, প্রাইমারি এবং টেলি ফটো ক্যামেরার পাশাপাশি xiaomi 15 আল্ট্রা ফোনে 50 মেগাপিক্সেল স্যামস্যাং ISO সেল এবং GN 5 সেন্সর ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স দেওয়া হবে। আর ভিডিওগ্রাফি, সেলফি ভিডিও কলিং ইত্যাদির জন্য 32 মেগাপিক্সেলের ওমনিভীশন OB32B সেন্সর। ডিসপ্লে থাকবে এই ফোনের 6.7 ইঞ্চ 120 রিফ্রেশ রেট নিয়ে কার্ভ ডিসপ্লে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এই ফোনটা তে। থাকছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর । 90 ওয়াটের চার্জিং সাপোর্টসহ 6000 mah এর ব্যাটারি। অ্যান্ড্রয়েড 15 এবং হাইপারওস 2.0 এর সাপোর্ট থাকবে এই ফোনে।

mi, Tech, xiaomi

Leave a Comment