Zomato Swiggy : প্রযুক্তি যত এগোচ্ছে ততই মানুষ ধীরে ধীরে প্রযুক্তির গোলাম হয়ে যাচ্ছে।। এখন বাড়িতে বসেই নিজের স্মার্ট ফোনের মাধ্যমে শুধুমাত্র একটা অর্ডার করলেই জামাকাপড়, ইলেকট্রনিক, গ্রসারি আইটেম, ভেহিকেলস্ , এমনকি রান্না করা খাবারও পাওয়া যাচ্ছে ।
আর রান্না করা খাবার ডেলিভারি দেওয়া কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হলো Zomato এবং Swiggy । ওদের কাছে খাবার অর্ডার দিলে আপনার পছন্দমত রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাড়িতে আপনাকে দিয়ে যাবে, আর তার বদলে আপনাকে ডেলিভারি চার্জ ইত্যাদি পেমেন্ট করতে হবে।
আর এই খাবার ডেলিভারি কোম্পানি Zomato এবার গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন এক বিরাট নিয়ম। কেননা এটা না আনলে তাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছিল। আরে নতুন নিয়ম আনার ফলে আপনার কি কোনো সুবিধা হবে ? নাকি আপনাকে ওই নতুন নিয়মের ফলে নানারকম অসুবিধায় জড়াতে হতে পারে।
যদি আপনি অনলাইনে খাবার অর্ডার করে থাকেন প্রায়ই ! তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্যে ? কেননা এই নতুন নিয়ম যদি আপনি না জেনে থাকেন তাহলে হয়তো আপনাকে অন্যের অর্ডার করা খাবার খেতে হতে পারে। কিন্তু হঠাৎ করে এমন নিয়ম নিয়ে আসার কারণটা ঠিক কি ? সমস্ত বিষয়ে এবার তাহলে জেনে নিন।
Air india সাথে যুক্ত হলো ভিস্তারা। বাস্তবায়িত হল কিংবদন্তি শিল্পপতি রতন টাটার স্বপ্ন
Zomato এর নতুন নিয়ম :
নতুন নিয়ম Zomato ফুড রেসকেউ উদ্যোগ
ফুড ডেলিভারি কোম্পানি Zomato এর CEO দীপঙ্কর গোয়েল একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে লেখা রয়েছে, এবার থেকে কোনো কাস্টমার যদি অর্ডার করা খাবার না নেয় কিংবা ক্যানসেল করে, খাবার ডেলিভারি করতে দেরি হয়েছে কিংবা অন্যান্য যেকোনো কারণে হোক বা কেনো। তাহলে সেই খাবারটি পরবর্তী কোন কাস্টমারের কাছে পৌঁছে যাবে। আর এই নতুন উদ্যোগটির নাম দেওয়া হয়েছে “ফুড রেসকেউ” উদ্যোগ।
এই নিয়মটি মূলত 3 কিলোমিটার এর দূরত্বের মধ্যে থাকা কোনো ব্যক্তির ক্ষেত্রে বৈধ থাকবে। আর অপর ব্যাক্তির কাছে সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন চলে যাবে। অর্থাৎ Zomato অ্যাপের হোম পেজের মধ্যেই ফুড রেসকিউ অপশনটি দেখা যাবে। আর সেখানেই আপনি দেখতে পাবেন যে, আপনি যে খাবারটি অর্ডার করেছেন সেটি কার ক্যানসেল করা খাবার।
আর নতুন নিয়মের ফলে খুব অল্প সময়ের মধ্যে আপনি বাড়িতে খাবার পেয়ে যাবেন বলে দাবি করা হচ্ছে ওদের তরফ থেকে। এছাড়াও খাবার যেন নষ্ট না হয়ে যায়, তাই কয়েক মিনিটের মধ্যেই আপনি সেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ঠিক ওই সময়টার মধ্যে আপনাকে খাবারটা অর্ডার করতে হবে। এমনকি তারা এটাও বলেছে যে এই অর্ডারে তারা সরকারি যে ট্যাক্স আছে সেটা ছাড়া আর কোনো রকম অতিরিক্ত চার্জ নেবে না।