Cricket: 2025 IPL মরসুম থেকে শুরু হয়েছে Player Retention Policy । যেই নিয়ম অনুযায়ী 2025 IPL থেকে IPL এর প্রতিটি দলকে 6 জন করে প্লেয়ার রেখে বাকি সমস্ত প্লেয়ারকে নিলামের জন্য ছেড়ে দিতে হবে।এই নতুন নিয়ম চালু হবার পর থেকেই প্রতিটি দল কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে এবং তাদেরকে নিলামের জন্য রিলিজ করে দেবে সেই বিষয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। এই সমস্ত কিছু তথ্যের ওপর প্রতিনিয়ত নজর রেখে আছেন বিশ্বের সমস্ত বড় বড় ক্রিকেট অনুরাগীরা।
এমনই এক পরিস্থিতিতে 5বার IPL চ্যাম্পিয়ন্স দল চেন্নাই সুপার কিংস এর প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এক বিরাট বড় খবর সামনে এলো। এর মধ্যে একটা কথা জানিয়ে রাখা ভালো যে, ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ BCCI এর তরফে Uncapped ক্যাটেগরির জন্য একটি নতুন নিয়ম চালু হয়েছে। মূলত তার পথ থেকেই মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখার সম্ভাবনাটি বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে।
কি বলছে মহেন্দ্র সিং ধোনির সমর্থকরা:
সমর্থক ক্রিকেট অনুরাগীরা অবশ্যই চাইবেন বলতে গেলে চাইছেন যে মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংস ধরে রাখুক। কেননা ইনি একমাত্র খেলোয়াড় যিনি IPL এর জন্ম লগ্ন অর্থাৎ 2008 সাল থেকে এখনো পর্যন্ত প্রতিটা বছর নির্দ্বিধায় খেলে চলেছেন । যদিও ধোনির বয়স অনেকটা হয়ে যাওয়ায় গত কয়েক IPL মরসুম থেকেই ওনার অবসরের কথাও অনেকবার উঠেছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি যে 2025 সালের IPL খেলবেন তার সম্ভাবনা বেশ অনেকটাই বেড়ে গেছে। তার কারণ হলো – BCCI একটি নতুন নিয়ম তৈরি করেছে, যেটা অনুযায়ী গত 5 বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলিনি এমন খেলোয়ার আনক্যাপট গণ্য হবেন। সুতরাং ভারতীয় ক্রিকেট বোর্ডের এই নতুন নিয়ম অনুযায়ী মহেন্দ্র সিং ধোনিও তাহলে এই ক্যাটাগরিতে পড়ছে।
আরও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন জসপ্রিত বুমরা
কি রিপোর্ট দিলো চেন্নাই সুপার কিংস:
এদিকে আবার চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন। যে রিপোর্টে চেন্নাই সুপার কিংস এর কর্তৃপক্ষ জানিয়েছে যে, ‘আগামী বছরের IPL এ মহেন্দ্র সিং ধোনি ফেলবেন কিনা তার জন্য এই মুহূর্তে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ধোনির জন্যে অনক্যাপড ক্যাটেগরি ব্যবহার করতে নাও পারি। এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা 2025 সালের IPL আসতে এখনো অনেকটা সময় বাকি ও আমরা এই বিষয়ে ওনার সঙ্গে কোনো রকম আলোচনায় এখনো পর্যন্ত করে উঠতে পারিনি।’