Primary Teacher Recruitment: চমকে দেওয়ার মতো খবর সামনে এলো প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে

সম্প্রতি আবারও টেট পরীক্ষা সম্পর্কিত একটি নতুন তথ্য খোলাসা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা West Bengal Board of Primary Education ।

পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে তিন লক্ষ। বোর্ড জানিয়েছে গত 2023 সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে চলতি বছর নভেম্বর মাসের মধ্যেই। আর নভেম্বরে ফলাফল প্রকাশ হয়ে গেলে ডিসেম্বরের মধ্যেই শুরু হয়ে যাবে প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়া।

ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা জানালেন গৌতম পাল

কিন্তু এর মধ্যে একটা বিশেষ কথা হল, এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্ষদ জানতে চেয়েছে যে, রাজ্যের প্রতিটা প্রাইমারি স্কুলে মোট কতগুলি শূন্যপদে শিক্ষক প্রয়োজন, প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসারদের কাছ থেকে জানতে হবে। আর সেই তথ্য বোর্ড এর কাছে পৌঁছে গেলেই বোর্ড যতটা শীঘ্র সম্ভব নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যেই শুরু করে দেবে। এই যে শূন্য পদের তালিকা তৈরি হবে সেটা হতে হবে প্রতিটি জেলার আলাদা আলাদা। চলতি বছর ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় প্রাথমিকে, তাহলে এখানে সুযোগ পাবে 2022 এবং 2023 সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ সকল চাকরি প্রার্থীরা। এই নিয়ে আবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ এর সভাপতি গৌতম পাল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, চলতি বছরের টেট পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে, কেননা বিগত বছরের নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, সেগুলি হয়ে গেলেই এই পরীক্ষা নেওয়া হবে।

Leave a Comment