Cyclone Dana: বাংলার বুকে আবারো সামনে সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড় ডানা। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আগামী রবিবার নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ও সেই ঘূর্ণাবর্তই মধ্য বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে মঙ্গলবার নাগাদ নিম্নচাপে পরিণত হবে। আর এই নিম্নচাপের প্রবল আকার নিয়েই কালীপুজোর আগে ঘনিয়ে আনবে প্রবল দুর্যোগের মেঘ।
কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, ‘সামনের সপ্তাহে নাকি এই ঘূর্ণিঝড় বাংলার বুকে আছড়ে পড়তে পারে’। পূর্বাভাস অনুসারী জানা গিয়েছে যে, এই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার 70 থেকে 80 শতাংশ সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 26 অক্টোবর তারিখের মধ্যে ঘূর্ণিঝড় টি তৈরি হবে বঙ্গোপসাগরে। যার নাম দেওয়া হয়েছে “ডানা“। এই নামটি দিয়েছে কাতার। এই ডানা ঘূর্ণিঝড়টি উড়িষ্যা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে কোথাও ল্যান্ডফল করতে পারে আবার।
বিশিষ্ট আবহবিদরা মনে করছেন যে, ‘উড়িষ্যা কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানলে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ অনেকটাই বেশি হবে। বাংলাদেশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার গতি হবে প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ যেটাই হোক প্রতি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের উপর যে প্রভাব ভালো মতনই পড়বে সেটা বলায় বাহুল্য।
আরও পড়ুন: রাজ্যে সৃষ্টি হয়েছে গভীর ঘূর্ণাবর্ত। হবে এই সমস্ত জেলায় তুমুল ঝড়-বৃষ্টি
কবে ও কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ডানার
আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে, আগামী শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পরের দিন অর্থাৎ রবিবার এই বৃষ্টি পরিমাণ বেশ অনেকটাই কমে যাবে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে খুব অল্প পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা দেবে। রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হবে। মঙ্গলবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এসে। তারপরে বৃহস্পতিবার এর মধ্যে বঙ্গোপসাগরেই সেটি অতি গভী নিম্নচাপে পরিণত হবে। এবং এরপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার এর মধ্যে যে কোনো জায়গায় এটি স্থলভাগে প্রবেশ করবে।
এই প্রবল নিম্নচাপের কারণে আবহাওয়া দপ্তরে তরফ থেকে মৎস্যজীবীদের জন্য আগামী মঙ্গলও বুধবার আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎৎজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, প্রায় 55 কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে। এছাড়াও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আগামী মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার বেশ অনেকটাই পরিবর্তন হবে, দক্ষিণবঙ্গের ওই সমস্ত জেলাগুলিতে জোড়ো হাওয়া সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে। 23 ও 24 অক্টোবর ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।