কিউইরা মাঠ ছাড়লো এই ভেবে যে, কিং কোহলিকে আর আউট করতে হবে না। কিন্তু কেন ?

Test Series: লক্ষ্য এক কিন্তু ক্রিকেটার দুইজন। ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসে ভারত মাত্র 46 রানে অলআউট হয়ে যায়। তারপরেই নিউজিল্যান্ডের কিউইরা ক্যাপ্টেন ...

কিউইরা মাঠ ছাড়লো এই ভেবে যে, কিং কোহলিকে আর আউট করতে হবে না। কিন্তু কেন ?
Published On:

Test Series: লক্ষ্য এক কিন্তু ক্রিকেটার দুইজন। ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসে ভারত মাত্র 46 রানে অলআউট হয়ে যায়। তারপরেই নিউজিল্যান্ডের কিউইরা ক্যাপ্টেন রোহিত শর্মার দলের সামনে 402 রানের এক পাহাড় সমান ইনিংস খেলে। যার ফলে তারা প্রথম ইনিংসের শেষে 356 রানে এগিয়ে থাকে। কিন্তু হঠাৎই দ্বিতীয় ইনিংস আরম্ভ হতেই ক্যাপ্টেন রোহিত শর্মার মেইন ইন ব্লু ওই তাহার সমান রান তাড়া করতে মাঠে নামে।

এই টেস্ট ম্যাচ যেদিন আরম্ভ হওয়ার কথা ছিল, সেদিন বৃষ্টির কারণে খেলা হতে পারেনি সারাদিন। মূলত তার পরের দিন থেকেই অর্থাৎ দ্বিতীয় দিন থেকে এই টেস্ট ম্যাচের খেলা আরম্ভ হয়। সেই হিসেবে তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে রান করে 3 উইকেটে 231 , অর্থাৎ দ্বিতীয় ইনিংস ও তৃতীয় দিনের শেষে ভারত নিউজিল্যান্ডের সঙ্গে 125 রানে পিছিয়ে রয়েছে।

দিনের খেলা শেষের আগে কোন সমস্যা বলে মনে হচ্ছিল না। তার কারণ দুই ক্ষুধার্থ ব্যাটসম্যান ক্রিজে মাটি আঁকড়ে পড়েছিল। নিউজিল্যান্ডের ওই পাহাড় সমান রান যে ভারত তারা করতে সম্ভব হবে একথা প্রায় ভাবা যাচ্ছিল না, কিন্তু ভারতীয় দলটা যে এমনই। কখন কিভাবে খেলতে হয় সেটা ভারতের প্রতিটা খেলোয়াড় ভালোভাবে জানে।

দীর্ঘ একটা সময় বড় ইনিং স খেলা হয়নি, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলির। অন্যদিকে আবার ভালো পারফরমেন্স দেওয়া সত্বেও প্লেইং সুযোগ পাচ্ছিলেন না ব্যাটসম্যান সরফরাজ খান। এই দুই ব্যাটসম্যান টিকে থাকলে সব কিছু সম্ভব। কিন্তু দিনের খেলা শেষ এবারে হিট স্পন্দন যেন থেমে গিয়েছিল। মাত্র একটা ডেলিভারির জন্য। তার আগেই বিরাট কোহলি যখন 53 রানে ব্যাট করছিলেন তখনই, প্রথম স্লিপে ফিল্ডিং করা নিউজিল্যান্ডের প্লেয়ার এজাজ প্যাটেল কোহলির ক্যাচ ফেলে দেন, সেটা অবশ্যই ভুলবশত। তারপর আবার ডাবলরা নিতে গিয়ে রান আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন বিরাট কোহলি। কেননা সেই সময় তিনি একটা দুরন্ত ডাইভ মেরেছিলেন। মূলত সেই ডাইভের ফলেই তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু শেষ বলে আর রক্ষে হলো না। গ্লেন ফিলিপসের স্ট্রেটারে ব্যাটে সামান্য ছোঁয়া লেগেছিল বিরাটের।

পরের IPL এ ধোনি কি আদৌ CSK এর হয়ে খেলবে

এই দেখে ফিলিপস মূলত ক্ষ্যাপা বানরের মতো লাফিয়ে উঠেছিলেন। আর কাকতালীয় হবে আম্পায়ার ও সেখানে আউট দিয়ে বসেন। বিরাট আম্পায়ারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছিলেন বটে, কিন্তু রিভিউয়ে ধরা পড়ে ব্যাটে সামান্য ছোঁয়া লেগেছে। মূলত তার ফলে 102 বলে 70 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে সাত ঘরে ফিরতে হয় কিং কোহলিকে। ও এই ঘটনা দেখেই নিউজিল্যান্ড- শিবির একরাশ সস্তি নিয়ে তাদের তৃতীয় দিনের খেলা শেষ করল। রাতে অন্তত নিউজিল্যান্ডে বোলাররা এটা ভেবে ঘুমোতে পারবে যে, পরের দিন সকালে উঠে তাদেরকে আর বিরাট কোহলির মত একজন ভয়ংকর ব্যাটসম্যান কে আউটের পরিকল্পনা করতে হবে না।

আজকের ম্যাচ ভারত 231 রানে 2 উইকেটেই শেষ করতে পারতো। কিন্তু শেষ বলে উইকেটের স্কোর লাইনে সামান্য পরিবর্তন হলো। বিরাট কোহলির আউট হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু ক্রিজে আছে সরফরাজ খান। চতুর্থ দিনের শুরুতে ভারতের প্লেয়ারদের কাছে মূল লক্ষ্য হবে তাদের প্রথম টেস্ট ম্যাচ হার থেকে বাঁচা। বিরাট কোহলির পর কিন্তু সরফরাজ খানের সঙ্গে দায়িত্ব সামলাবেন লোকাল বয় লোকেশ রাহুল। এখন দেখার অপেক্ষায় ভারত নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ জিততে পারছে কিনা।

Cricket, Sports, test series, virat kohli

Leave a Comment