সম্প্রতি কলকাতায় আসছেন বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন

এবার আমাদের প্রাণের শহর খোদ কলকাতাতে আসছেন খেলোয়ার ম্যাগনাস কার্লসেন, যিনি হলেন এই বিশ্বের এক নম্বর দাবা খেলোয়ার। আগামী নভেম্বর মাসেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন টাটা ...

সম্প্রতি কলকাতায় আসছেন বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন
Published On:

এবার আমাদের প্রাণের শহর খোদ কলকাতাতে আসছেন খেলোয়ার ম্যাগনাস কার্লসেন, যিনি হলেন এই বিশ্বের এক নম্বর দাবা খেলোয়ার। আগামী নভেম্বর মাসেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন টাটা স্টিল চেস প্রতিযোগিতায়।

এখন কিন্তু আর আগের মতো নরওয়ের এই তারকা খুব বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন না, শুধুমাত্র খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিযোগিতায় খেলতে দেখা যায় এনাকে। কিন্তু তিনি কলকাতাতে টাটা স্টিল দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে ভাবছেন এবার। প্রথমত ম্যাগনাস এর বয়স খুব বেশি না হলেও ভারতের ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ রা এখন দাবায় উঠে আসছেন একদম প্রথমের দিকের সারিতে । কিন্তু যতই হোক দাবা জগতের এক নম্বর খেলোয়ার চিরকাল থেকে যাবেন ম্যাগনাস কার্লসেন । শুধুমাত্র হাতেগোনা কয়েকটা ম্যাচ ছাড়া এখনো পর্যন্ত কোন ম্যাচে হারেননি এই তারকা দাবা খেলোয়ার। হয়তো কিংবদন্তি খেলোয়াররা এমনই হন।

তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগামী প্রজন্মের সমস্ত দাবারুদের কাছে থেকে যাতে তিনি পিছিয়ে না পড়েন, অথবা দাবার চেক মেট কিংবা মাস্টার স্ট্রোক যাতে তার একদম নখ দর্পণে লেগে থাকে, মূলত তার জন্যই তিনি এই খেলায় অংশগ্রহণ করতে আসছেন কলকাতাতে। কেননা শুধু দাবাতে নয় বহু খেলাতেই দেখা গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের খেলার পদ্ধতিকে আরো তীক্ষ্ণ না করে নিলে ক্যারিয়ারের মাঝপথে প্রচুর ধাক্কা খেতে হয় ওই ব্যক্তিকে। মূলত তিনি এই সমস্ত বাধা বিপত্তি যাতে তার জীবনে না আসে তার জন্যই এটা করতে চলেছেন।

বিরাট কোহলি কে দিনেশ কার্তিক দিলেন ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার পরামর্শ

নভেম্বরের ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত কলকাতাতে আয়োজিত হবে দাবা খেলা

আগামী নভেম্বর মাসের 13 থেকে 17 তারিখ পর্যন্ত কলকাতায় আয়োজিত হতে চলেছে Tata Steel Chess Event । আর এই বিশ্ব বিখ্যাত দাবা খেলোয়াড় কলকাতায় আসছেন তার দুদিন আগে অর্থাৎ 11 নভেম্বর। একটা সময় এই কার্লসেন বিশ্বনাথন আনন্দ সহ বিশ্বের সমস্ত বড় বড় দাবা খেলোয়াড়দের টেক্কা দিয়ে হারিয়েছেন। কিন্তু এখন তিনি এই সার্কিটে অন্যতম সিনিয়র এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে সফল খেলোয়াড়, ফলে তাকে পাওয়ার এই প্রতিযোগিতার জংলি যে অনেকাংশেই বৃদ্ধি পেল, সেটা বলাই বাহুল্য।

কার্লসেনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন ভারতের বিখ্যাত দাবা খেলোয়াড়রা

অবশ্য কার্লসেনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন ভারতের সব বিখ্যাত দাবা খেলোয়াড়রা। ১৪ পুরুষ এবং মহিলা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় প্রতিনিধিরা। ভারতের মধ্যে এই প্রথম দাবায় এতটা সাফল্য এসেছে । আর সেই সাফল্য তাকে আরো বৃদ্ধি করার জন্যেই ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় আর প্রজ্ঞানন্দ সহ আরো ভালো ভালো দাবা খেলোয়াররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। এই প্রতিযোগিতাটি হতে চলেছে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণে ডি গুঁকেশ এই প্রতিযোগিতায় নামতে পারছেন না। তবে উনি না থাকলেও এই প্রতিনিধি থাকছেন অর্জুন এরাইগাসি, বিদিত গুজরাটি সহ একাধিক দাবা তারকা। আগামী ডিসেম্বর মাসে ভারতের চ্যাম্পিয়ন ডি গুকেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনের মুখোমুখি হতে চলেছেন।

chess, D Gukesh, Magnus Carlsen, Rameshbabu Praggnanandhaa, Viswanathan Anand

Leave a Comment